আফগানিস্তানে খুলছে বাংলাদেশের বাণিজ্যের দুয়ার

কওমি কণ্ঠ ডেস্ক :

আফগানিস্তানে সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগ করতে চায় বাংলাদেশের একটি কোম্পানি। এই প্রকল্পের আওতায় ১০০ থেকে ১০০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে।

আফগানিস্তানের পানি ও জ্বালানি মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম কাবুল টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যমটির তথ্যমতে, সম্প্রতি ইস্যুটি নিয়ে আলোচনা হয়েছে আফগানিস্তানের পানি ও জ্বালানি মন্ত্রণালয়ের বিনিয়োগ আকর্ষণ বিভাগের প্রধান মৌলভি রহমত ওয়ালি রহমানি এবং বাংলাদেশি কোম্পানি বিপিটির প্রধান মোহাম্মদ ইসহাক আবুল খায়ের।

আফগানিস্তানের পানি ও জ্বালানি মন্ত্রণালয়ের বিবৃতিতে অনুযায়ী, আফগানিস্তানের নবায়নযোগ্য জ্বালানি, বিশেষত ১০০ থেকে ১০০০ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগের ব্যাপারে আগ্রহের কথা জানিয়েছেন ইসহাক আবুল খায়ের। একই সঙ্গে এসব প্রকল্প বাস্তবায়নে আফগান সরকারের সহযোগিতা কামনা করেন বলেও জানিয়েছেন তিনি।

বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে মৌলভি রহমত ওয়ালি রহমানি আবুল খায়েরকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, আফগানিস্তানে বর্তমানে বিনিয়োগের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি হয়েছে এবং তা দিন দিন আরও উন্নত হচ্ছে। সরকার এই খাতে বিদেশি অংশীদারিকে স্বাগত জানাচ্ছে।

উল্লেখ্য, আফগানিস্তানে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্য নিয়ে কাজ করছে দেশটির তালেবান প্রশাসন। সৌরবিদ্যুৎকে অন্যতম গুরুত্বপূর্ণ খাত হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই প্রস্তাবিত বিনিয়োগ বাস্তবায়িত হলে দেশটির বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।