কাজিরবাজার জামিয়ার সিনিয়র শিক্ষক ওবায়দুর রাহমান আর নেই

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের ঐতিহ্যবাহী দ্বিনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া কাজিরবাজার-এর স্বনামধন্য সিনিয়র শিক্ষক, বুজুর্গ ব্যক্তিত্ব মাওলানা ওবায়দুর রাহমান (সুবিদবাজারি হুজুর) আর নেই।  

মঙ্গলবার (৮ জুলাই) বাদ ফজর তিনি মাদরাসায় নিজের থাকার কক্ষে ঘুমের মধ্যেই শেষ নি:শ্বাস ত্যাগ করেন।

মাওলানা ওবায়দুর রাহমানের (৭৫) বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাগবাড়ি এলাকায়। তবে কাজিরবাজার জামিয়ার শিক্ষকতার সুবাধে তিনি পরিবার নিয়ে সিলেট মহানগরের সুবিদবাজার এলাকায় বসবাস করতেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কাজিরবাজার জামিয়া মসজিদে মঙ্গলবার ফজরের নামাজ আদায় করে নিজের থাকার কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়েন মাওলানা ওবায়দুর রাহমান। পরবর্তীতে দীর্ঘ সময় ডাকাডাকি করে তাঁর সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখা যায়- তিনি ইন্তেকাল করেছেন। 

মঙ্গলবার বাদ জোহর মরহুমের জানাযার নামাজ কাজিরবাজার জামিয়ায় অনুষ্ঠিত হবে। পরে তাঁর নিজ এলাকা বাগবাড়িতে নিয়ে গিয়ে দাফন করা হবে লাশ।