কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে গতকাল সোমবার (৭ জুলাই) বিকাল থেকেই থেমে থেমে ঝরছে বৃষ্টি। আজ মঙ্গলবার (৮ জুলাই) সকাল থেকে একবারের জন্যও কান্না থামাচ্ছে না সিলেটের আকাশ। ফলে জনজীবনে কিছুটা ভোগান্তি দেখা দিয়েছে।
জীবন-জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া মানুষকে ভোগান্তি সঙ্গী করেই পৌঁছতে হচ্ছে গন্তব্যে।
রফিক আলী নামের সিলেটের এক রিকশাচালক কওমি কণ্ঠকে বলেন- অন্যদিন সকাল ৯টার আগেই দেড়-দুইশ টাকা রোজগার করে ফেলতে পারি, কিন্তু আজ সকাল থেকেই বৃষ্টি হওয়ায় রিকশা নিয়ে ঠিকমতো বের হতে পারিনি। এ পর্যন্ত মাত্র ৫০ টাকা ইনকাম করতে পেরেছি।
সুজন আহমদ নামের বেসরকারি চাকরিজীবি বলেন- বাসা থেকে বের হয়েই পুরো ভিজে গেছি। এখন ঠান্ডা লাগবে, জ্বরও চলে আসতে পারে। বৃষ্টি হলেই এমন ভোগান্তিতে পড়তে হয় আমাদের।
এদিকে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে সিলেটে আজ দিনভর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ অঞ্চলে হতে পারে ভারী বৃষ্টিও।
সিলেট আবহাওয়া অফিসের উপ-সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার জানিয়েছেন- সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে বৃষ্টির পরিমাণ ৩৯.২ মিলিমিটার। আর মঙ্গলবার সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত বৃষ্টির পরিমাণ ছিলো ১২ মিলিমিটার।