কওমি কণ্ঠ রিপোর্টার :
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন- দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সিলেটবাসীর উদ্দেশ্যে আমার কাছে সালাম দিয়েছেন, আমি সেই সালাম সিলেটবাসীর কাছে পৌঁছে দিলাম। আজকের এই অনুষ্ঠান দক্ষিণ সুরমায় হওয়ার কথা ছিলো। কিন্তু খালেদা জিয়ার নৈকট্য থেকে দূরে রাখতে কিছুটা ষড়যন্ত্র হয়েছে, তাই দক্ষিণ সুরমায় এই আয়োজন করতে দেওয়া হয়নি।
নিজের আমন্ত্রণ ও উদ্যোগে এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির সহযোগিতায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
সিলেট মহানগরের পাঠানটুলা এলাকার সানরাইজ কমিউনিটি সেন্টারে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিবের সঙ্গে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডা. এ জেড এম জাহিদ, ইকবাল মাহমুদ টুকু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং যুগ্ম সম্পাদক খাইরুল কবির খোকনসহ আরও কয়েকজন।
এর আগে সোমবার (৭ জুলাই) সকাল ৯টা ২৫ মিনিটে একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সিলেট এয়ারপোর্টে তাঁদের অভ্যর্থনা জানান- বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি. কে. গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীম, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম প্রমুখ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে পৌঁছে প্রথমেই হযরত শাহজালাল (রাহ.) ও হযরত শাহপরাণ (রাহ.)-এর মাজার জিয়ারত করেছেন।
মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন- আমাদের প্রত্যাশা- অন্তবর্তীকালীন সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে অগ্রসর হবে।