কওমি কণ্ঠ রিপোর্টার :
বার বার মাঠে নেমে মিছিল করার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ। সোমবার (১৯ মে) বিকেলে রাজধানীর উত্তরায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে ঝটিকা মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা।
একটি ভিডিওতে দেখা যায়, সোমবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরার ১ নম্বর সেক্টরের জামে মসজিদ থেকে নিষিদ্ধ রাজনৈতিক দরের এ মিছিল বের হয়। কয়েক মিনিটের মিছিলটি স্কলাসটিকা স্কুল পর্যন্ত গিয়ে শেষ হয়।
ঝটিকা মিছিলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনার বাংলায়, ইউনূসের ঠাঁই নাই’, ‘ইউনূসের ঠাঁই নাই, শেখ হাসিনার বাংলায়’, ‘চলছে লড়াই, চলবে’সহ নানা স্লোগান দেওয়া হয়।
এ বিষয়ে ডিএমপির বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা সাংবাদিকদের বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে ১০-১২ জনের একটি ঝটিকা মিছিল হয়েছিল। পরে খবর পেয়ে থানা-পুলিশের টহল টিম তাদের ধাওয়া করলে ছত্রভঙ্গ হয়ে তারা পালিয়ে যায়।
ওসি তাসলিমা বলেন, ‘ঝটিকা মিছিলে অংশ নেওয়া দুজনকে আমরা শনাক্ত করেছি। তারা গাজীপুরের। মিছিলকারীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
এদিকে, রোববার রাজধানীর অন্তত ৫টি স্থানে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
গুলিস্তান, শেরেবাংলা নগর, শাহজাহানপুর, বিমানবন্দর ও রমনা থানা এলাকায় এসব মিছিল করে তারা।
তবে রোববার ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মিছিলে অংশ নেওয়া বাকিদের গ্রেপ্তারেও অভিযান চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।