সিলেটে হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেটে ২০২৫ সালের হজ যাত্রীদের নিয়ে হজ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ মে) মহানগরের নাইওরপুলের একটি হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হজ যাত্রীদের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচক ছিলেন ইসলামিক স্কলার শায়েখ শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ।

সিলেটের ট্রাভেল এজেন্সি সোমা ইন্টারন্যাশনাল সার্ভিস এ প্রশিক্ষণের আয়োজন করে।

অন্যদের মধ্যে এতে প্রশিক্ষণ দেন ঢাকাস্থ সৌদি দূতাবাসের দ্বায়ী ও সিলেটে কুদরত উল্লাহ জামে মসজিদের খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী।

মোহাম্মদ রাসেল ও আব্দুল্লাহের পরিচালনায় এ প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন- সোমা ইন্টারন্যাশনাল সার্ভিসের স্বত্বাধিকারী মোতাহার হোসেন বাবুল, আকাবা ট্রেডিং কর্পোরেশনের স্বত্বাধিকারী মোহাম্মদ আব্দুল কাইয়ুম, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মসজিদের ইমাম মতিউর রহমান ও মহানগর ইমাম সমিতির সভাপতি হাবিব আহমেদ শিহাব।