কওমি কণ্ঠ রিপোর্টার :
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রোকিয়া হত্যা মামলার আসামি স্বামী-স্ত্রীকে হবিগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
শনিবার দিবাগত (১৮ মে) রাত পৌনে ৩টার দিকে হবিগঞ্জ জেলার সদর থানাধীন লস্করপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন ধরমন্ডল এলাকার কিমত আলীর ছেলে বদরুল মিয়া (৩০) ও তার স্ত্রী মাফিয়া বেগম (২৮)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- ১ এপ্রিল দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানাধীন ধরমন্ডল এলাকায় বদরুলের সন্তানরা রোকেয়া বেগমের বাড়িতে ইট-পাটকেল মারাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরবর্তীতে আসামিরা ওই নারীর বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করে তার উপর আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় রোকেয়া বেগম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
পরবর্তীতে রোকেয়ার ছেলে বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত দুজন এ হত্যা মামলার ১ ও ২নং আসামি।
গ্রেফতারের পর আসামি স্বামী-স্ত্রীকে সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।