সুনামগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যু, একজন নিখোঁজ

কওমি কণ্ঠ ডেস্ক :

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চেলা নদীতে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন আহত এবং আরও একজন নিখোঁজ রয়েছেন। 

শনিবার (১৭ মে) ভোরে দোয়ারাবাজার উপজেলার নরশিংপুর ইউনিয়নের শারপিনপাড়া এলাকায় চেলা নদীতে এ ঘটনা ঘটে।  

মৃতরা হলেন- কোম্পানিগঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের মজন্মিল আলীর ছেলে মো. আফিজ আলী (৫০) ও লামনীগাঁও গ্রামের আমির আলীর ছেলে মো.জুয়েল আহমদ (১৯)। 

বজ্রপাতের ঘটনায় আহত রুবেল আহমদ (১৯) নিখোঁজ রয়েছেন। তিনি কোম্পানিগঞ্জ উপজেলার কাঠালবাড়ি গ্রামের মাসুক মিয়ার ছেলে। অপর আহত হাজিজুল হককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি নিহত আফিজ আলীর ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ইঞ্জিন চালিত স্টিল বডির নৌকা নিয়ে ভোরে বালু উত্তোলনের জন্য কোয়ারী এলাকায় যাওয়ার পথে শারপিনপাড়া এলাকায় তারা বজ্রপাতের শিকার হন। নিখোঁজ, নিহত ও আহতরা সবাই নৌকা শ্রমিক। ঘটনার খবর পেয়ে শনিবার সকালে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দিনব্যাপী উদ্ধার কাজ পরিচালনা করেও নিখোঁজ শ্রমিককে উদ্ধার করতে পারেননি। 

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক বলেন, এ ঘটনায় শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ। 

ছাতক নৌ পুলিশের ওসি আনোয়ার হোসেন বজ্রপাতে ২ জনের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে বলেন, নিখোঁজ একজনকে উদ্ধারে থানা পুলিশ, নৌ-পুলিশ  ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে।