কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের বিশ্বনাথ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) বিকেলে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের মাধবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাধবপুর গ্রামের রোশন আলীর ছেলে সামাদ মিয়া (৭) ও খালপাড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে আল-আমিন (৮)।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মাধবপুর গ্রামে রোশন আলীর বাড়ির উঠোনে শিশু সামদ ও আল-আমিন খেলছিলেন।
খেলার ফাঁকে সবার অজান্তে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তাদের দেখতে না খুঁজতে শুরু করেন স্বজনরা। এক পর্যায়ে পুকুরে ভাসমান অবস্থায় স্বজনরা তাদের উদ্ধার করে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এস আই) সামছুল হক সুমন।