নতুন নেতৃত্ব পেলো সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন

কওমি কণ্ঠ ডেস্ক :

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে নাজমুল কবির পাভেল সভাপতি ও আশকার ইবনে আমিন লস্কর রাব্বি সাধারণ সম্পাদক ও মো. জাবেদ আহমদ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৭ মে) সিলেট মহানগরের লামাবাজারে একটি হোটেলে আয়োজিত বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। পরে একই স্থানে দ্বি-বার্ষিক নির্বাচনে ব্যালেটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। এতে মোট ২৭ জন ভোটারের মধ্যে ২৭ জনই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা প্রমুখ।

কমিটির অপর নির্বাচিতরা হলেন, সিনিয়র সহ-সভাপতি হুমায়ুন কবির লিটন, সহ-সভাপতি শেখ আবদুল মজিদ, সহ-সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, প্রচার প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, নির্বাহী সদস্য আজমল আলী।