ডা. নাঈমের এনজেএল সেন্টারে আ গু ন

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট মহানগরের কাজলশাহ এলাকায় ডা. নুরুল হুদা নাঈমের এনজেএল-ইএনটি সেন্টারে অগ্নিকাণ্ড ঘটেছে। শুক্রবার (১৬ মে) রাত পৌনে ১০টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। 

খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি টিম গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। 

ফায়াস সার্ভিস বলছে- প্রাথমিক ধারনা অনুযায়ী, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

জানা গেছে, রাত পৌনে ১০টার দিকে এনজেএল-ইএনটি সেন্টারের ৪র্থ তলায় অবস্থিত অপারেশন থিয়েটারে আগুন লাগে। সঙ্গে সঙ্গে বিভিন্ন যন্ত্রপাতিতে ছড়িয়ে পড়ে আগুন। এসময় সেখানে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয় এবং তারা ছুটে সেন্টার থেকে বেরিয়ে আসেন। 

খবর পেয়ে সঙ্গে সঙ্গে সিলেট ফায়াস সার্ভিস তালতলা স্টেশনের একটি টিম ঘটনাস্থলে ছুটে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। 

ডা. নুরুল হুদা নাঈম উপস্থিত সাংবাদিকদের বলেন- শুধু অপারেশন থিয়েটারে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এসয় সেখানে কোনো রোগী ছিলেন না। কত টাকার  ক্ষয়ক্ষতি হয়েছে সেটি পরে বলা যাবে। 

সিলেট ফায়াস সার্ভিস তালতলা স্টেশনের ফায়ার ফাইটার লিডার ফজল মিয়া সাংবাদিকদের জানান- প্রাথমিকভাবে আমাদের ধারনা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে তদন্তের পর চূড়ান্তভাবে বলা যাবে। আগুনে কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে এখানের অপারেশন থিয়েটারে যন্ত্রপাতির ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ পরবর্তীতে বলা যাবে।

উল্লেখ্য, ডা. নুরুল হুদা নাঈম সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের লেজার সার্জন। মহানগরের কাজলশাহ এলাকায় এনজেএল-ইএনটি সেন্টার স্থাপন করে তিনি রোগীদের প্রাইভেট সেবা দিয়ে থাকেন।