আল্লামা সুলতান যওক নদভী আর নেই

কওমি কণ্ঠ রিপোর্টার :

চট্টগ্রাম জামিয়া দারুল মাআরিফ’র প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও বিখ্যাত আরবি সাহিত্যিক আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকাল হয়েছে। শুক্রবার দিবাগত রাত (৩ মে) ১২টার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন দারুল মাআরিফের উস্তাদ মাওলানা মাহমুদ মুজিব।

মৃত্যুকালে নদভীর বয়স ছিল ৮৬ বছর। 

১৮ এপ্রিল গুরুতর অসুস্থ অবস্থায় যাওক নদভীকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সবশেষ তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

ইন্তেকালের আগে সুলতান যওক নদভী হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি, জামেয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক এবং বিশ্ব মুসলিম লিগ বাংলাদেশ শাখার প্রধান ছিলেন। আরবি ভাষায় দক্ষতা ও সাহিত্যঅবদানের জন্য বিশ্বজুড়ে তার ব্যাপক পরিচিতি রয়েছে।

কিংবদন্তি এই আলেমের ইন্তেকালে দেশের আলেমসমাজে শোকের ছায়া নেমেছে। তার জন্য শোক জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।

আল্লামা সুলতান যওক নদভী ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনেরও শিক্ষক। ধর্ম উপদেষ্টা আজ সকালে তাঁর ফেসবুকে লেখেন- আমার শায়খ, আমার উস্তাদ আল্লামা সুলতান যওক নদভী রহ. আর নেই। আল্লাহ তায়ালা হযরতকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন, আমিন।