কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট মহানগরের চৌহাট্টা এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার ( ১৯ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে চৌহাট্টা এলাকার আলপাইন রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম শহিদ আহমদ চৌধুরী (৫৮)। তিনি সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার নেছার আহমদ চৌধুরীর ছেলে।
জানা যায়, শহিদ আহমদ মোটরসাইকেল চালকের পেছনে ছিলেন। তাদের মোটরসাইকেলটি চৌহাট্টা পয়েন্ট থেকে পূর্ব দিকে যাচ্ছিলো। আলপাইন রেস্টুরেন্টের সামনে যাওয়ামাত্র বিপরীত দিক থেকে আসা চাল বোঝাই একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে চালকের কিছু না হলেও পেছনে থাকা শহিদ ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে যান এবং তার মাথা থেতলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান- ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। তাকে ধরার চেষ্টা চলছে।