কওমি কণ্ঠ রিপোর্টার :
‘আলহাইআতুল উলইয়া লিলজামিআতিল কাওমিয়া বাংলাদেশ’র অধীনে অনুষ্ঠিত তাকমিল ফিল হাদিস (দাওরায়ে হাদিস) পরীক্ষার ফলাফল আগামী বৃহস্পতিবার (৩ এপ্রিল) ৪ শাওয়াল প্রকাশ করা হবে।
হাইআতুল উলইয়া’র অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান- ফলাফল প্রকাশ উপলক্ষ্যে ৩ এপ্রিল হাইআতুল উলইয়া’র স্থায়ী কমিটির সভা অনষ্ঠিত হবে। সভাটিতে সমন্বিত এ বোর্ডের চেয়ারম্যান মাহমুদুল হাসান ফলাফল ঘোষণা করবেন।
এছাড়া সভায় পরীক্ষা মনিটরিং সেল, পরীক্ষা উপকমিটি ও পরীক্ষার নিরীক্ষকরা উপস্থিত থাকবেন।
‘আলহাইআতুল উলইয়া লিলজামিআতিল কাওমিয়া বাংলাদেশ’র অধীনে এ বছর ১২ থেকে ২৪ মার্চ পর্যন্ত দাওরায়ে হাদিস(ইসলামিক স্টাডিজ ও আরবি মাস্টার্স সমমান) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কওমি মাদরসাভিত্তিক সবচেয়ে বড় বোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’-সহ অন্যান্য বোর্ডের আওতাধী মাদরাসাগুলোর দাওরায়ে হাদিস ক্লাসের শিক্ষার্থীরা অংশ নেন।
হাইআতুল উলইয়া সূত্র জানায়, এবার সারা দেশে ৩১৭টি কেন্দ্রে মোট ৩ লাখ ২ হাজার ৭১৪ জন ছাত্র-ছাত্রী পরীক্ষা দেন। এদের মধ্যে ছাত্র ১৭ হাজার ৭৪৩ জন ও ছাত্রী ১৪ হাজার ৯৭২ জন।