খাদিমপাড়া থেকে লা শ উদ্ধার

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটে শাহপরাণ থানাধীন খাদিমপাড়ায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ মার্চ) বিকালে খাদিমপাড়া ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের বাউন্ডারির পাশ থেকে লাশটি উদ্ধার করে থানাপুলিশ। 

ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর।

পরে বাদ এশা শাহপরাণ (রাহ.) মাজারের কবরস্থানে লাশটির দাফন সম্পন্ন করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম কওমি কণ্ঠকে জানান- বিকালে এক ব্যক্তির দেহ ওই স্থানে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে। ওই ব্যক্তি ভবঘুরে ছিলেন। এটি স্বাভাবিক মৃত্যু হওয়ায় এশার নামাজের পর শাহপরাণ মাজারের কবরস্থানে লাশ দাফন সম্পন্ন করা হয়।