কওমি কণ্ঠ ডেস্ক :
চাঁদপুরের সাহিত্য মঞ্চ ‘সওগাত’ পত্রিকার সম্পাদকের নামে মর্যাদাপূর্ণ সম্মাননা ‘মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার’ নিয়মিতভাবে দিয়ে আসছে। ২০২৩ সালে প্রবন্ধ ও গবেষণা সাহিত্যে লোকসংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক- সাংবাদিক সুমনকুমার দাশ এ পুরস্কারে ভূষিত হন।
তবে তিনি ব্যক্তিগত ব্যস্ততায় তখন অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। ওই পুরস্কার বৃহস্পতিবার (২ অক্টোবর) সিলেটে চাঁদপুরের বিশিষ্ট সাহিত্যিকেরা তাঁর হাতে তুলে দেন।
আয়োজকেরা জানান- চাঁদপুরের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতা অঙ্গনের ৪০ জন প্রতিনিধি গতকাল বৃহস্পতিবার সিলেটে ভ্রমণে আসেন। এ সময় রাত সাড়ে নয়টায় সিলেট নগরের জিন্দাবাজার এলাকার গ্রন্থবিপণি বাতিঘরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তাঁরা সুমনকুমার দাশের হাতে পুরস্কারের ক্রেস্ট, শংসাপত্র, উত্তরীয়, বইসহ যাবতীয় উপহার তুলে দেন।
অনুষ্ঠানে সাহিত্য একাডেমি চাঁদপুরের সহসভাপতি আবদুল্লাহিল কাফী, মহাপরিচালক কাদের পলাশ, পরিচালক মুহাম্মদ ফরিদ হাসান ও মাইনুল ইসলাম মানিক, চাঁদপুর সাহিত্য পরিষদের সভাপতি ম. নূরে আলম পাটওয়ারী, সাধারণ সম্পাদক সুমন কুমার দত্ত, সাংগঠনিক সম্পাদক জাহিদ নয়ন, কবি ও সংগঠক মোখলেছুর রহমান ভূঁইয়া, সাহিত্য মঞ্চ চাঁদপুরের সাধারণ সম্পাদক সাদ আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় সিলেট সাহিত্য পরিষদের সভাপতি ও কবি পুলিন রায়, শিল্পী ইকবাল সাঁই ও লিংকন দাশ, সাংবাদিক মিঠু দাস জয় ও বাপ্পা মৈত্র প্রমুখ উপস্থিত ছিলেন।