কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে গত দুই মাসেরও বেশি সময় ধরে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরি করে রেখেছেন ডিলাররা। পবিত্র রমজানেও এমনটি করা হচ্ছে বলে পাওয়া যাচ্ছে গুরুতর অভিযোগ। এ অবস্থা থেকে উত্তরণের লক্ষ্যে রোববার (২ মার্চ) জরুরি বৈঠক ডেকেছেন সিলেট জেলা প্রশাসক।
বৈঠকে সয়াবিন তেলের বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
জানা গেছে, গত কয়েক মাস ধরে সিলেটের বাজারে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। কোম্পানিগুলোর নানান শর্তে কিনতে হচ্ছে সয়াবিন তেল। গত দু’দিন থেকে অধিকাংশ দোকানে বোতলজাত সয়াবিন তেল নেই বলে ক্রেতাদের ফিরিয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা।
শনিবার সিলেট মহানগরের অনেক দোকান ঘুরে দেখা গেছে একই রকম চিত্র। ভুক্তভোগিরা জানিয়েছেন* পাড়া-মহল্লার দোকানে অনেকদিন থেকেই সয়াবিন তেলের জন্য হাহাকার।
এ অবস্থায় বৈঠক ডেকেছে সিলেট জেলা প্রশাসন।
সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ কওমি কণ্ঠকে জানান- সয়াবিন তেলের সরবরাহ পর্যন্ত রয়েছে, কিন্তু কোম্পানিগুলোর বিভিন্ন শর্ত আরোপের কারণে দোকানে সরবরাহ কম। বিভিন্ন শর্ত দিয়ে তেল বিক্রি করা হচ্ছে বলে জানতে পেরেছি। এই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে আগামীকাল (রোববার) দুপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বৈঠক ডাকা হয়েছে। এতে বিভিন্ন কোম্পানির প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে। আশা করি এ অবস্থার উত্তরণ ঘটবে।