কওমি কণ্ঠ ডেস্ক :
তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট ল’ কলেজ ছাত্রদলের পক্ষ থেকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) আসরের নামাজের পর সিলেট মহানগরের শাহজালাল উপশহরস্থ রোজভিউ টাওয়ার মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মুনাজাতের আগে উপস্থিত মুসল্লিদের কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়ার দরখাস্ত করেন সিলেট ল’ কলেজ ছাত্রদলের সভাপতি আব্দুল আহাদ শোয়েব। এসময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। কান্নায় ভেঙে পড়েন আব্দুল আহাদ শোয়েবসহ সিলেট ল’ কলেজ ছাত্রদলের নেতৃৃবৃন্দ।
পরে মুনাজাত পরিচালনা করেন রোজভিউ টাওয়ার মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট ল’ কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল মুকিত জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক রশিদ আহমদ মুন্না, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ শিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও ছাত্রবিষয়ক সম্পাদক মাসনুনা আক্তার আঁখি প্রমুখ।
মুনাজাত শেষে মুসল্লিদের মাঝে শিরনি বিতরণ করা হয়।