পুলিশের ৫৩ কর্মকর্তাকে একযোগে বদলি

  • সিলেটে অদল-বদল ৫ জন

কওমি কণ্ঠ রিপোর্টার :

বাংলাদেশ পুলিশে বড় রদবদল করা হয়েছে। একযোগে ৫৩ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। 

বদলিদের মধ্যে ১৯ জন অতিরিক্ত ডিআইজি, ৩৩ জন পুলিশ সুপার এবং একজন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুই প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। প্রজ্ঞাপন দুটি সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

এর মধ্যে সিলেটে ৫ কর্মকর্তাকে অদল-বদল ও পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার তোফায়েল আহমদকে (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপ-কমিশনার পদে পদায়ন এবং  এসএমপি’র উপ-কমিশনার (প্রসিকিউশন, আদালত) বিএম আশরাফ উল্যাহ তাহেরকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এসপি হিসেবে বদলি করা হয়েছে। 
 
এছাড়া সিলেট রেলওয়ে পুলিশ সুপার মো. শরীফুল ইসলামকে (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এসএমপি’র উপ-কমিশনার পদে পদায়ন করা হয়েছে। 

অপরদিকে- সিআইডি’র অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সিলেট রেঞ্জ ডিআইজি অফিসে পদায়ন এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মো. তারেক আহম্মেদকে (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এসএমপি’র উপ-কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

জানা যায়, এক প্রজ্ঞাপনে অনুযায়ী- ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আবুল কালাম আযাদকে এপিবিএন-১ ঢাকায়, ৮ এপিবিএন হিসেবে বদলির আদেশপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি সরদার রোকনউজ্জামানকে সিআইডিতে, ডিএমপির খো. ফরিদুল ইসলামকে র‍্যাবে, ডিএমপির মুহাম্মদ মাহাবুবুর রহমানকে র‍্যাবেসহ ২১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপন অনুযায়ী- পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানকে সিআইডিতে, বিএমপিতে বদলির আদেশপ্রাপ্ত পুলিশ সুপার আহমেদুল কবীরকে পুলিশ সদর দপ্তরের এআইজি, আব্দুল্লাহ আল জহিরকে পুলিশ সদর দপ্তরের এআইজি, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল ইসলামকে সিআইডিতেসহ ৩২ কর্মকর্তাকে বদলি করা হয়।