- শিরনি নিয়ে দ্বন্দ্ব : সংঘর্ষে আহত অন্তত অর্ধশত : একজন আটক
কওমি কণ্ঠ রিপোর্টার, সুনামগঞ্জ :
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিরনী বিতরণকালে আওয়ামী লীগ ও বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ সংঘটিত হয়েছে। এতে অন্তত অর্ধশত জন আহত হয়েছেন। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল পাঠানো হয়েছে।
শনিবার (২২ফেব্রুয়ারি) সকালে উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে ঠাকুরভোগ গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার পর একজনকে আটক করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার বিএনপি নেতা নুর মিয়া ও আওয়ামী লীগ নেতা সুফি মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। এরই জের ধরে সম্প্রতি গোষ্ঠীর লোকজনদের নিয়ে গ্রামে বৃষ্টির জন্য শিরনির আয়োজন করেন দুই পক্ষ। দু'পক্ষই মাইকে ঘোষণা করেন- শনিবার সকালে শিরনি বিতরণ করা হবে।
পরে সকালে শিরনি বিতরণ করেন বিএনপি নেতা নূর মিয়া। এসময় আওয়ামী লীগ নেতা সুফি মিয়া শিরনি বিতরণে অংশ নিতে গেলে বিএনপি নেতা নূর মিয়ার লোকজন বাঁধা দেয়। এতে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় দেশীয় অস্ত্র-নিয়ে ঘন্টাব্যাপী হাওরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশত জন আহত হয়েছেন।
কয়েকজনে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী জানান- এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ করতে আটক করেছি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করেছি। অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।