বৈষম্যবিরোধী ছাত্রদের সিলেট মহানগর কমিটি স্থগিত

  •  দ্বন্দ্ব প্রকাশ্যে

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্রদের দ্বন্দ্ব এবার প্রকাশ্যে এলো। সিলেট মহানগর আহবায়ক কমিটি গঠনের পরপরই এই দ্বন্দ্ব প্রকাশ্যে আসে।

বৈষম্যবিরোধী ছাত্রদের একাংশের অভিযোগ- জুলাই-আগস্ট বিপ্লবে সিলেটে আন্দোলনকারীদের প্রধান সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব ৫ আগস্ট পরবর্তী নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্ম দিচ্ছেন। সর্বশেষ তাদের সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠন করেছেন সংশ্লিষ্টদের পরামর্শ বা মতামত না নিয়েই। এছাড়া অবৈধ ফায়দা নিয়ে কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের অনেককে ঠাঁই দিয়েছেন বলে উঠেছে গুরুতর অভিযোগ।

তবে অভিযোগ সম্পর্কে গতকাল সোমবার বার বার চেষ্টা করেও গালিবের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আজ তিনি তাদের হোয়াটসঅ‍্যাপ গ্রুপে বার্তা দিয়ে লিখেন- "বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সিলেট মহানগর কমিটিতে অনাকাঙ্ক্ষিতভাবে অনেক ভুল আসায় পেইজ থেকে কমিটি সরিয়ে নেওয়া হয়েছে। কমিটি প্রকাশের পরে অনেকেই প্রতিক্রিয়া জানিয়েছেন। কারো কোনো স্পেসিফিক অভিযোগ থাকলে বিভাগীয় প্রতিনিধিদের দিতে বলা হচ্ছে। কমিটি এখন স্থগিত থাকবে। সব কিছু সংশোধন করে পুনরায় কমিটি প্রকাশ করা হবে।  এছাড়াও সম্মিলিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সিলেট এবং সম্মিলিত মেডিকেল কলেজ, সিলেটের কমিটি গঠনের কাজ চলমান আছে। যারা এই ২টা ইউনিটে কাজ করতে আগ্রহী তাদের দায়িত্বপ্রাপ্তদের সাথে যোগাযোগ করতে বলা হচ্ছে।''

এদিকে গালিবকে সিলেটে 'অবাঞ্ছিত ঘোষণা করতে' বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলা ও মহানগর কমিটির একাংশ আজকের সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রেস ব্রিফিং ডেকেছেন।

তবে অন্য অংশ বলছেন- এমন কোনো কর্মসূচি নেই।