কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের দক্ষিণ সুরমা ও সদর উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ‘অপারেশন ডেভিল হান্ট’র আওতায় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেট সদর উপজেলার উমাইরগাঁওয়ের রুস্তম আলীর ছেলে ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাবিব আলী (২৫) এবং দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার ইউনিয়নে মৌজপুর গ্রামের নারায়ণ চন্দের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাহিত্য-বিষয়ক সম্পাদক নয়ন চন্দ আদিত্য (২৪)।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন- যেহেতু ঘোষণার পর এই অভিযান পরিচালিত হয়েছে- তাই যৌথ বাহিনীর অপারেশন না হলেও পুলিশের হাতে গ্রেফতারকৃতদেরকেও এখন ‘অপারেশন ডেভিল হান্ট’র আওতায় ধরা হবে।