সীমান্তে কোটি টাকার পশু, পণ্য ও মাদক জব্দ

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার চোরাই পশু ও পণ্য এবং মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র টহল টিম সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ও মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভোরে এসব জব্দ করে। 

বিজিবি এক বার্তায় জানায়- ৪৮ ব্যাটালিয়নের সিলেট-সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, উৎমা, তামাবিল, ডিবির হাওর, সোনালীচেলা, প্রতাপপুর, শ্রীপুর, বিছনাকান্দি, সংগ্রাম, লাফার্জ, কালাসাদেক, পান্থুমাই ও সোনারহাট বিওপি’র জোয়ানরা অভিযান পরিচালনা করে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমান মহিষ, চিনি, সুপারি, কম্বল, বিড়ি ও মদ এবং বাংলাদেশ থেকে পাচার হতে যাওয়া রসুন ও শিং মাছ জব্দ করেন।
  
এছাড়া চোরাই মালামাল পরিবহনে ব্যবহৃত পিকআপ, ট্রাক্টর ও অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত নৌকা জব্দ করে বিজিবি।

জব্দকৃত মালামালের দাম ১ কোটি ১৫ লাখ ৮৩ হাজার টাকা।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) জানান- সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে।