- ইসলামি আন্দোলন-খেলাফত বৈঠক অনুষ্ঠিত
কওমি কণ্ঠ রিপোর্টার :
আগামী নির্বাচনে ধর্মভিত্তিক দলগুলোর একজোট হওয়ার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ রোববার (২ ফেব্রুয়ারি) মতবিনিময় করেছে মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে। রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে এ সভা হয়।
এর আগে ২১ জানুয়ারি বরিশালের চরমোনাইয়ে গিয়ে ইসলামী আন্দোলনের আমির তথা সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাত করেন জামায়াতে ইসলামীর আমির। দুজনেই সেদিন আগামী নির্বাচনে ইসলামপন্থিদের জোটের প্রয়োজনীয়তার কথা বলেন।
আলোচিত এ সাক্ষাতকে ছাপিয়ে যায় ২৬ জানুয়ারি চরমোনাই পীরের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক। ইসলামী আন্দোলনের কার্যালয়ে গিয়ে ন্যূনতম সংস্কারসহ যৌথ স্বাক্ষরে ১০ দফা ঘোষণা করেন বিএনপি মহাসচিব। তখন ধারণা করা হচ্ছিল, আগামী নির্বাচনে বিএনপির দিকেই থাকবে ইসলামী আন্দোলন। তবে সে সময়েও দলটির নেতারা সমকালকে জানিয়েছিলেন, ইসলামী দলের জোট গঠনের প্রচেষ্টা অব্যহত থাকবে।
এদিকে কওমি মাদরাসাভিত্তিক নিবন্ধিত চার দল- ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস এবং জমিয়ত উলামায়ে ইসলামকে নিয়ে জোট করার আলাপ চালাচ্ছে জামায়াত। যদিও খেলাফত মজলিস বিএনপির সঙ্গে ঐক্যমতে পৌছেছে দ্রুত নির্বাচনের দাবিতে।
এমন প্রেক্ষাপটে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফতের বৈঠক হলো।
রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেক আসনে ইসলামী দলগুলোর একক প্রার্থী করার বিষয়ে আলোচনা হয়েছে। ইসলামী ও দেশপ্রেমিক দলগুলোর ঐক্যবদ্ধ প্লাটফর্ম তৈরিতে সবাই একমত হয়।
ইসলামী আন্দোলনের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর সভাপতিত্বে এতে বাংলাদেশ খেলাফতের মহাসচিব মাওলানা জালালুদ্দিন, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, শরাফ উদ্দীনসহ জ্যেষ্ঠ নেতারা অংশগ্রহণ করেন। ইসলামী আন্দোলনের পক্ষে ছিলেন প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকনসহ জ্যেষ্ঠ নেতারা।