কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের দক্ষিণ সুরমার কদমতলিতে আবাসিক হোটেলে অসামাজিক কাজের অভিযোগে ৩ পুরুষ ও ১ নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাত ১০টার দিকে কদমতলির আবাসিক হোটেল তিতাসে অভিযান চালিয়ে বিভিন্ন কক্ষ থেকে এ ৪ জনকে আটক করে সিলেট মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের ‘ইয়াংকি টিম’।
আটকরা হলেন- বিপ্লব দাস (২১), আব্দুর রহিম (২২), মো. নুর আলী (২৫) ও ইয়াছমিন বেগম (২৫)।
পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
এসব তথ্য এক বার্তার মাধ্যমে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি কওমি কণ্ঠকে জানান- মেট্রোপলিটন ডিবি তাদের অভিযানের কৌশল হিসেবে সম্প্রতি ‘ইয়াংকি টিম’ নামে টহল টিমের নামকরণ করেছে।