হবিগঞ্জে প্রবাসী হ ত্যা, ৬ জন গ্রেফতার

কওমি কণ্ঠ রিপোর্টার :

হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের কালনী গ্রামে সংঘর্ষে প্রবাসী নিহতের ঘটনায় পুলিশ ও র‍‍্যাবের যৌথ অভিযানে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন উবাহাটা ইউনিয়নের উলুকান্দি গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কালনী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে হাবিবুর রহমান (৪০) ও মো. গাজিউর রহমান (৩০), গিয়াস উদ্দিনের ছেলে মো. সালাউদ্দিন সালেক মিয়া (৩২), মোহাম্মদ আলী অলি উদ্দিন (৩৫), মো. ইদু মিয়া (৫০) ও আছকির মিয়া এবং মৃত সওদাগর মিয়ার মো. সিজিল মিয়া (৩৬)।

গ্রেফতারের আগে বেশ কিছু দেশীয় অস্ত্রশস্ত্রও জব্দ করা হয়েছে।

গত বুধবার (২২ জানুয়ারি) দুপুরে কালনী গ্রামের দুই গুষ্টির লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। এতে সৌদি আরব প্রবাসী কাজী দিপু মিয়া নিহত হন। তিনি ঘটনার কয়েক দিন আগে বাড়িতে আসেন। সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের অন্তত ৩০জন। এ সময় অনেক বাড়িঘর ভাংচুর ও লুট হয়। আহতদেরকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে গত শুক্রবার নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

হবিগঞ্জ সদর থানার (ওসি) আলমগীর কবির জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে রাখা রয়েছে। নবাগত পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান সংঘর্ষের স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি নিহত কাজী দিপু মিয়ার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন।