- র্যাবের জালে অভিযুক্ত যুবক
কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে খালাতো বোনকে রাবার বাগানে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
তাদের একটি টিম শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন বেতুয়া গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মনির মিয়া (২৫) সিলেটের জালালাবাদ থানার দুসকি গ্রামের শরিফ মিয়ার ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- ধর্ষিতা তরুণী সিলেটের জালালাবাদ থানাধীন রাবার বাগান এলাকার বাসিন্দা। অভিযুক্ত যুবক সম্পর্কে তার খালাতো ভাই হয়। ভিকটিমের মা নেই, পরিবার আর্থিকভাবে অস্বচ্ছল। সেই সুযোগে ওই তরুণীকে আর্থিক সাহায্য দেওয়ার নাম করে গত ৩১ নভেম্বর রাত ৯টার দিকে মনির মিয়া রাবার বাগানের একটি জঙ্গলের নিয়ে ধর্ষণ করে।
ঘটনার পর ওই তরুণীর বাবা বাদী হয়ে জালালাবাদ থানায় মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিকে আইনের আওতায় আনতে র্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে অভিযুক্তকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র্যাব।