কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি থেকে দুই মদের কারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে শিববাড়ি বাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোগলাবাজার থানাপুলিশ বেশ কয়েক বোতল বিদেশি জব্দ ও এ দুজনকে আটক করে।
আটকরা হলেন- ওই দোকানের ব্যবসায়ী কিতেস দাস (৪০) ও তার সহযোগী শীতল (৩৮)।
পুলিশ জানায়- কিতেস দাসের ব্যবসা প্রতিষ্ঠান লক্ষীনারায় ডিপার্টমেন্টাল স্টোরে একটি নুডলসের কার্টনে বিদেশি মদ লুকিয়ে রাখা হয়েছিলো। গোপন সূত্রে খবর পেয়ে মোগলাবাজার থানার এস. আই. নুর উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ওই দোকানে অভিযান চালিয়ে এসব বিদেশি মদ জব্দ করে। এসময় কিতেস ও তার সহযোগী শীতলকে আটক করা হয়।
এসব তথ্য কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন এস. আই. নুর উদ্দিন।
তিনি বলেন- আটকের পর দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।