কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট মহানগরের কাষ্টঘর এলাকায় মাদক কেনাবেচাসহ চলে নানা অপরাধ। এবার মিললো নতুন তথ্য, কেনাবেচা হয় চোরাই মোবাইল ফোনও।
গোয়েন্দা সূত্রে খবর পেয়ে কষ্টঘরে চালানো হয়েছে টাস্কফোর্সের অভিযান। গভীর রাতে ৩ ঘণ্টার অভিযানে ১৯৩ লিটার চোলাই মদ, ২ কেজি ১৯০ গ্রাম গাঁজা ও ১৫টি নতুন-পুরাতন মোবাইল জব্দ করা হয়েছে, আটক করা হয়েছে ৬ জনকে।
এসব তথ্য শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত সিলেট মহানগর কোতোয়ালি মডেল থানাধীন কাষ্টঘর এলাকায় টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশ, সেনাবাহিনীর ৩৪ বীর ব্যাটালিয়ান, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯-এর ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম অংশগ্রহণ করেন।
অভিযানের সময় আটক ৬ জন হলেন- বিশাল (২৩), আকাশ (২৩), সুব্রত (২১), রাজা (২০), করণলাল (২২) ও শান্তি লাল (৪০)। তারা সবাই কষ্টঘরের বাসিন্দা।
এর মধ্য আটক নারী শান্তি লালের বিরুদ্ধে ১টি সাজা পরোয়ানাসহ ৪টি ওয়ারেন্ট রয়েছে।
পরে তাদের আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।