কওমি কণ্ঠ রিপোর্টার :
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ছাত্রদল নেতা সাদ্দামকে গুলি করে হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৯ ও র্যাব-৯ এর টিম যৌথভাবে অভিযান চালিয়ে রবিবার (৩০ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকার সবুজবাগ থানাধীন ৫৮নং দক্ষিণ বাসাবো এলাকা থেকে এ দুজনকে আটক করে।
আটকরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া সদর থানার কান্দিপাড়া গ্রামের মৃত রফিকুল ইসলাম (নেপাল)-এর ছেলে দেলোয়ার হোসেন দিলীপ (৪৯) ও একই গ্রামের মো. হান্নান মিয়ার ছেলে বাবুল মিয়া (৩৩)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান- ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন কান্দিপাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় লায়ন শাকিল গ্রুপ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলিপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত ২৭ নভেম্বর রাতে লায়ন শাকিল ও তার সহযোগিরা দেলোয়ার হোসেন দিলীপের লোকজনের উপর এলোপাতাড়ি গুলি চালায়। এতে তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। এরপর থেকেই কান্দিপাড়া এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। ওইদিন রাতেই আবার গোলাগুলির ঘটনা ঘটে। এতে সাবেক ছাত্রদল নেতা সাদ্দাম নিহত হন।
সাদ্দামের পরিবারের অভিযোগ- রাতে দেলোয়ার হোসেন দিলীপ ও তার সহযোগীরা সাদ্দামকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। পরে সাদ্দামের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ২৮ নভেম্বর নিহত সাদ্দামের বাবা বাদী হয়ে দেলোয়ার হোসেন দিলীপসহ ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫/৭ জনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি হত্যা মামলা করেন। এরই প্রেক্ষিতে দুই আসামিকে আটক করেছে র্যাব।