কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে ফেঞ্চুগঞ্জ নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পল্লব রায়ের বাড়ি সিলেটের সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলায়। তিনি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি এরিস্টো ফার্মার বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকির করতেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান।