কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট জেলা বিএনপির সহসভাপতি ফখরুল ইসলাম ফারুককে সতর্কীকরণ নোটিশ দিয়েছে দল। বিএনপির সিলেট জেলা শাখার পক্ষ থেকে রবিবার (২ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সংবাদমাধ্যমে জানানো হয়েছে।
জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়- সাম্প্রতিক সময়ে অনলাইন মিডিয়ায় আপনার (ফখরুল ইসলাম ফারুক) কিছু বক্তব্য দলীয় শৃঙ্খলা, আদর্শ ও আচরণবিধির পরিপন্থী অশালীন ও সংযমহীন ভাষা ব্যবহারের বিষয়টি জেলা বিএনপির দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের বক্তব্য দলীয় মর্যাদা ও ঐক্যের পরিপন্থী এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি গণতান্ত্রিক ও শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক সংগঠন। দলের প্রতিটি নেতা- কর্মীর বক্তব্য, আচরণ ও উপস্থাপন সর্বদা শালীন, সংযত ও দায়িত্বশীল হওয়া বাঞ্ছনীয়।
অতএব, আপনাকে (ফখরুল ইসলাম ফারুক) এ বিষয়ে সতর্ক করা যাচ্ছে- ভবিষ্যতে বক্তব্য, বিবৃতি বা গণমাধ্যমে মন্তব্য প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ শালীনতা, সংযম এবং দলীয় নীতি ও আদর্শের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় আপনার বিরুদ্ধে সংগঠন কর্তৃক শৃঙ্খলাভঙ্গজনিত প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।