কওমি কণ্ঠ রিপোর্টার, হবিগঞ্জ :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুরা এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট-ঢাকা মহাসড়ক থেকে ছিটকে সেটি উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহ্ত হয়েছেন ৩০ যাত্রী।
সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাদল মিয়া (৪০), সানু মিয়া (৪৫)। তারা দুইজনই মাধবপুর উপজেলা বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিগন্ত পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে সিলেট শাহজালাল মাজার জিয়ারত শেষে মাধবপুর ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ, মাধবপুর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
মাধবপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার গোপাল চন্দ্র দাস হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।