চাঁদাবাজির প্রতিবাদ, সিলেটের সাবেক র‍‍্যাব কর্মকর্তা আনোয়ারকে মা র ধ র

কওমি কণ্ঠ রিপোর্টার :

সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় নরসিংদীর অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন শামীম-কে বেধড়ক মারধর করা হয়েছে। এতে গুরুতর আহত হওয়ায় তাঁকে পাঠানো হয়েছে ঢাকায়।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে নরসিংদী পৌরশহরের আরশিনগরে মারধরের ঘটনা ঘটে।

আহত ও পুলিশ কর্মকর্তা বলেন- ‘সকালে নরসিংদী পৌর শহরে টহল চলছিল। আমি আরশিনগর এলাকা ক্রস করার সময় দুজন লোককে দেখি যানবাহন থেকে টাকা তুলছিল। তাদেরকে জিজ্ঞেস করলাম- কিসের টাকা তোলা হচ্ছে এবং জানালাম টাকা তুলতে তো হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে। এই কথা বলতে না বলতেই ৩০ থেকে ৩৫ জন লোক সংঘবদ্ধ হয়ে অতর্কিতভাবে আমার উপর হামলা চালায়।

তিনি আরও বলেন- ‘হামলাকারীরা আমাকে কিল-ঘুষি মারতে থাকে, একপর্যায়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। আমি সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়ে যাই। পরে আমাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখানে প্রাথিমিক চিকিৎসা দিয়ে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

উল্লেখ্য, করোনাকালে আনোয়ার হোসেন শামীম এএসপি পদমর্যাদায় র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯ এর  শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডার ছিলেন। ওই সময় সেখানে তিনি গভীর রাতে এক প্রসূতি নারীকে অসামান্য সাহায্য করে আলোচনায় এসেছিলেন। এছাড়াও সিলেটে থাকাকালে তাঁকে অনেক মানবিক কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। 

এএসপি হিসেবে আনোয়ার হোসেন শামীম ৩৪ তম বিসিএস (পুলিশ) ব্যাচে যোগদান করেন। ২০২৩ সালে তিনি বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) লাভ করেন।