ইনকিলাব প্রতিনিধির বিরুদ্ধে মামলা, বিশ্বনাথে সাংবাদিকদেরর হুশিয়ারি

কওমি কণ্ঠ ডেস্ক :

বাংলাদেশের জনপ্রিয় ও বহুল প্রচারিত দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এমএম বাহাউদ্দিন ও বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা আব্দুস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্বনাথের তিন সাংবাদিক সংগঠন— বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন। শুক্রবার (৩ অক্টোবর) রাতে বিশ্বনাথ সদরস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত যৌথসভায় এই প্রতিবাদ জানানো হয়।

সভায় বক্তারা বলেন, 'সাংবাদিকের কলম সত্য আর ন্যায়ের প্রতীক। কলমকে থামাতে যারা ষড়যন্ত্র করছে, তারা গণতন্ত্র ও জনগণের কণ্ঠরোধ করতে চাইছে। আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই— মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে কোনো সাংবাদিককে ভয় দেখানো যাবে না।

তারা বলেন, সাংবাদিকরা সবসময় সত্য, ন্যায় ও জনগণের স্বার্থে কাজ করে থাকেন। অথচ তাদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, যা বাকস্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি।

‎দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এমএম বাহাউদ্দিন ও বিশ্বনাথ  উপজেলা সংবাদদাতা আব্দুস সালামের উপর বিশ্বনাথের জনৈক শামীম আহমদ কর্তৃক দায়েরকৃত ৫০ কোটি টাকার মানহানীর মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানান।

দ্রুত মামলা প্রত্যাহার না করা হলে বিশ্বনাথে কর্মরত সাংবাদিকরা কঠোর কর্মসূচি নিয়ে রাস্তায় নামতে বাধ্য হবেন।'

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সাংবাদিক নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে অনিয়ম, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।  

বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আক্তার আহমদ শাহেদ এবং বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরানের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কামাল মুন্না, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, সাবেক সহসভাপতি এমআর টুনু তালুকদার, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মশিউর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নবীন সুহেল, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নুর উদ্দিন, সাবেক কোষাধ্যক্ষ জামাল উদ্দিন, সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, আহমদ আলী হিরণ, সুজিত দেব, মাজহারুল ইসলাম সাব্বির, সাংবাদিক ইউনিয়নের সদস্য কামরুল আশিকী, তৌফিকুর রহমান হাবিব, আব্দুল্লাহ এবং মডেল প্রেসক্লাবের শিক্ষানবিস সদস্য আফজাল মিয়া।