গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খু ন

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ এলাকায় বটি দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা করেছেন স্বামী। শনিবার (৪ অক্টোবর) সকালে ঢাকা দক্ষিণ ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

খুন হওয়া সাহিদা বেগম (২৩) এ গ্রামের রেজাউল করিমের স্ত্রী। 

খবর পেয়ে সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে ঘাতক স্বামী রেজাউলকে আটক করেছে পুলিশ। 

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্যা কওমি কণ্ঠকে বলেন- খুনের কারণ খুঁজছে পুলিশ। অভিযুক্ত স্বামীকে আটক ও হত্যায় ব্যবহৃত বটি জব্দ করা হয়েছে। 

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠনো হয়েছে।