যেসব সুবিধা মিলবে সিলেট পুলিশের ‘জিনিয়ায়’

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের মহানগর এলাকার বাসিন্দাদের তথ্যপ্রযুক্তির মাধ্যম সহজে সেবা দিতে GenieA (জিনিয়া) নামে একটি অ্যাপ চালু করতে যাচ্ছে পুলিশ। এ মাসের ১৬ তারিখ থেকে এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

বুধবার (১ অক্টোবর) অ্যাপসটির উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম- সেবা)। 

এসময় তিনি সাংবাদিকদের জানান- GenieA অ্যাপটি গুগল প্লে-স্টোর এবং iOS থেকে ডাউনলোড করা যাবে। আগামী ১৬ই অক্টোবর থেকে মোগলাবাজার থানায় চালু করা হবে। পর্যায়ক্রমে সকল থানায় চালু করা হবে।

তিনি বলেন- আমরা প্রাথমিক অবস্থায় দুটি ফিচার নিয়ে GenieA অ্যাপ চালু করতেছি। ফিচার দুইটি হলো- যেকোনো বিপদে পুলিশের সহায়তা চাওয়া – অ্যাপসের এসওএস বাটনে ক্লিক করলে আমাদের কন্ট্রোল রুমে স্বয়ংক্রিয়ভাবে পরিচয়সহ মেসেজ আসবে। এরপর সফটওয়্যারের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত পুলিশের নিকট মেসেজ যাবে এবং পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে যাবে।

২। ইনসিডেন্ট রিপোর্টিং – আপনারা যেকোনো অপরাধীর তথ্য পাঠাতে পারবেন। এখানে চাইলে শুধুমাত্র পুলিশ কমিশনার দেখবেন—এমন অপশনও যোগ করা আছে।

কমিশনার বলেন- চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনগুলো উদ্ধারের জন্য সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। পর্যায়ক্রমে আমরা এই অ্যাপে নিম্নোক্ত ফিচারগুলো চালু করবো: সিসিটিভি মনিটরিং ও AI-ভিত্তিক অ্যানালাইসিসের মাধ্যমে সিসিটিভি ফুটেজে কিছু পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে, পুরো শহরকে ড্রোনের নজরদারির আওতায় আনা হবে, স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে, ব্লকচেইন প্রযুক্তি সাক্ষ্যপ্রমাণ ও বিচারের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে, সিটিজেন ইন্টারঅ্যাকশন – নাগরিকরা GenieA অ্যাপের মাধ্যমে যেকোনো বিষয়ে মতামত জানাতে ও আলোচনা করতে পারবেন, AI-ভিত্তিক আইনি সহায়তা-যেকোনো সমস্যায় আইনি পরামর্শ পাওয়া যাবে। অ্যাপকে বললে জিডির আকারে লিখে দেবে,  মামলা – অ্যাপকে বললে সুন্দরভাবে এজাহারের নিয়মে মামলা লিখে দেবে এবং যাচাই-বাছাই করে ওকে করলে তা আমাদের সিস্টেমে চলে আসবে,  অন্যান্য সংস্থার সঙ্গে একীভূত ইন্ডাকশন – পুলিশ, ফায়ার সার্ভিসসহ অন্যান্য সংস্থাগুলোকে একত্রিত করে সমন্বিতভাবে জরুরি সেবায় যুক্ত করা হবে। অ্যাপে কোনো দুর্ঘটনার খবর জানালে তা ফায়ার সার্ভিসে ট্রান্সফার করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে,  ক্রাইম হিট ম্যাপ – কোন এলাকায় কোন অপরাধ বেশি হচ্ছে, কোথায় যানজট ইত্যাদি জানা যাবে, ট্রাফিক ফাইন GenieA অ্যাপের মাধ্যমে প্রদানের ব্যবস্থা করা হবে,  ইমারজেন্সি অ্যাম্বুলেন্স সার্ভিস, উবার ও পাঠাও সার্ভিস এবং সিএনজির অতিরিক্ত ভাড়া ও ছিনতাই রোধে এই অ্যাপটি সহায়ক হবে,  যারা সাইবার বুলিং করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।তিনি বলেন, আমরা প্রায় ১৬টি ফিচার সংযুক্ত করার পরিকল্পনা করেছি। ধীরে ধীরে সব ফিচার চালু করা হবে।

কমিশনার নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন- আপনারা আমাদেরকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিন, আমরা মানবিক পুলিশের স্বপ্ন দেখি। এ সময় তিনি সাংবাদিকদের GenieA অ্যাপ নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এসএমপি’র বিভিন্ন পদমর্যাদার অফিসার ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।