কওমি কণ্ঠ রিপোর্টার :
ডিজিটাল পুলিশি কর্মকাণ্ডের যুগে প্রবেশ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। সিলেটের মানুষকে সহজেই পুলিশি সেবা দিতে চালু করা হয়ে GenieA App (জিনিয়া অ্যাপ)।
আজ বুধবার (১ অক্টোবর) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম- সেবা) GenieA App-এর উদ্বোধন করেন। এসময় এসএমপি কার্যালয়ে GenieA App-এর বিষয়ে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন তিনি।
পুলিশ কমিশনার বলেন- আমরা প্রতিদিন আপনার নিরাপত্তার জন্য কাজ করি, নিরাপদ সিলেট গঠন শুধু পুলিশের একার দায়িত্ব নয়, এটি আমাদের যৌথ স্বপ্ন।
পুলিশ কমিশনার হিসেবে আমার স্বপ্ন একটি নিরাপদ, স্মার্ট ও আধুনিক সিলেট গড়ে তোলা- যেখানে সবাই আস্থার সাথে চলাফেরা করবে, সন্তানরা হাসিমুখে স্কুলে যাবে, নারী-পুরুষ সমানভাবে নিরাপদ থাকবে। আপনারা আছেন বলেই আমাদের কাজের স্বার্থকতা।
তিনি বলেন- সময়ের সাথে অপরাধের ধরণ বদলেছে। তাই আমরা চালু করতে যাচ্ছি GenieA (জিনিয়া) একটি অ্যাপ, যা নাগরিক ও পুলিশের আস্থার সেতুবন্ধন হিসেবে কাজ করবে। এক ক্লিকেই পুলিশের সাহায্য, সহজ রিপোর্টিং, প্রবাসী ও পরিবারের নিরাপত্তা, নারী ও শিশুদের জন্য বিশেষ হেল্প ডেস্ক—সবই GenieA-এর মাধ্যমে পাওয়া যাবে। লোকেশন শেয়ার, নোটিফিকেশন, অভিযোগ ট্র্যাকিং সুবিধা থাকবে। ভবিষ্যতে এতে থাকবে শিশু অপহরণ ও ঘরোয়া সহিংসতা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা, ড্রোন নজরদারি, আইনি সহায়তা ও ব্লকচেইন ভিত্তিক সাক্ষ্য প্রমাণ সুরক্ষা।
নতুন পুলিশ কমিশনার আরও বলেন- এই শহর কেবল ইট-পাথরের সমাহার নয়—এটি আমাদের পরিবার ও ভবিষ্যৎ। পুলিশের একার চেষ্টায় সব সম্ভব নয়। আপনার অংশীদারিত্বই গড়ে তুলবে একটি নিরাপদ, স্মার্ট ও আধুনিক সিলেট।
তিনি জানান- এই অ্যাপস এ মাসের ১৬ তারিখ থেকে পুরোপুরি সচল হবে। প্রথম আমরা মোগলাবাজার থানায় চালু করবো। এরপর ধারাবাহিকভাবে সব থানা এলাকায় চালু করা হবে ‘জিনিয়া’