কওমি কণ্ঠ রিপোর্টার, সুনামগঞ্জ :
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের ঘোড়াডুম্বুর গ্রামে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূর আত্মহত্যা করেছেন। তার নাম জুলেখা বেগম (১৮)। তিনি ওই গ্রামের সিরাজ উদ্দিনের মেয়ে।
রবিবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় পরিবারের সদস্যদের অগোচরে নিজ বসতঘরের পেছনে রান্নাঘরে গলায় ফাঁস দেন তিনি।
সকালে খবর পেয়ে শান্তিগঞ্জ থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
থানা সূত্র জানিয়েছে, পুলিশ প্রাথামিকভাবে ধারনা করছে এটি আত্মহত্যা। এর কারণ খোঁজার চেষ্টা করছে পুলিশ।