সিলেট সীমান্তে টানা অভিযান

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট জেলার জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার কয়েকটি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ লক্ষ টাকার ভারতীয় পশু ও মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

বাহিনীটির ১৯ ব্যাটালিয়নের কয়েকটি টহল টিম মঙ্গলবার দিবাগত (৩ সেপ্টেম্বর) রাতে এসব অভিযান চালায়।

বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে জানান- তাদের জকিগঞ্জ উপজেলার লক্ষীবাজার বিওপি’র একটি টহল দল ইয়াখালী এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৬ হাজার ৮৬৪ প্যাকেট পাতার বিড়ি জব্দ করে। 

একই রাতে জৈন্তাপুর ও কানাইঘাটের ডোনা বিওপি’র পৃথক দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১টি মহিষ ও ৫০০ কেজি চিনি জব্দ করে। 

এসবের মূল্য ৪ লাখ ৯৮ হাজার ২০০ টাকা।

পরে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।