সিলেট রেল স্টেশনে টিকেট কালোবাজারিকে শাস্তি

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটে ট্রেনের এক টিকেট কালোবাজারিকে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩১ আগস্ট) দুপুরে সিলেট রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৩০)। তিনি লক্ষ্মীপুর জেলার মটবী এলাকার চন্দ্রগঞ্জ গ্রামের নুরুল হুদার ছেলে।

সাইফুল পারাবত এক্সপ্রেসের অ্যাটেনডেন্ট হিসেবে কাজ করতেন।

 এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনেই তার গাড়ির চালকের কাছে টিকেট কালোবাজারি করছিলেন রেলের এক এটেনডেন্ট। তখন তাকে হাতেনাতে ধরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ জানান- ওই যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।