কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের কানাইঘাট, জৈন্তাপুর ও জকিগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে প্রায় ১২ লক্ষ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার চোরাই মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এক সংবাদবিজ্ঞপ্তিতে শনিবার (৩০ আগস্ট) সকালে বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার (পিএসসি) জানান- শুক্রবার দিবাগত রাতে সুরাইঘাট বিওপি’র একটি টহল দল কানাইঘাট উপজেলার বড়বন্দবাজার এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ট্যাবলেট (ঔষধ) জব্দ করা হয়।
এছাড়া একই দিনে জৈন্তাপুর, লোভাছড়া ও লক্ষীবাজার বিওপি’র টহল দল সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় এলাচ ৩০ কেজি, পাতার বিড়ি ৮৪ হাজার পিস, চা-পাতা ৭০২ কেজি, ফুলের ঝাড়ু ২৭০ কেজি ও সুপারি ৫০০ টি জব্দ করে।
জব্দকৃত এসব মালামালের মূল্য ১১ লাখ ৯৬ হাজার ৩ শত টাকা।