কওমি কণ্ঠ ডেস্ক :
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ফিল্ড কনস্টেবল পরিচয়ধারী এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতের নাম টিটন বিশ্বাস ওরফে আরাফাত হোসাইন। তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরের রায়পাড়ার প্রয়াত সাধন বিশ্বাস ও সুষমা বিশ্বাস দম্পতির ছেলে। ২০২৩ সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে আরাফাত হোসাইন নাম নেন।
সুনামগঞ্জ সদর উপজেলার গোদিগাঁওর বাসিন্দা রুহুল আমিনের ছেলে আবু কাউছার বাদী হয়ে গ্রেফতার টিটন, তার সহযোগী সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ি গ্রামের আমিনা বেগম, তার ছেলে জুয়েলসহ তিনজনকে অভিযুক্ত করে তাহিরপুর থানায় মামলা দায়ের করেন।
মামলায় সরকারি কর্মকর্তা পরিচয়ে হুমকি-ধমকি প্রদর্শন, দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ আনেন বাদী।
এর আগে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর-আনোয়ারপুর সড়ক থেকে টিটন বিশ্বাস ওরফে নওমুসলিম আরাফাত হোসাইনকে থানা পুলিশ গ্রেফতার করে।
২০২৩ সালে ধর্মান্তরিত হওয়ার আগে তাহিরপুর উপজেলা সদরের রায়পাড়ার আরাফাত হোসাইনের নাম ছিল টিটন বিশ্বাস ওরফে টিটো। আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে ধর্মান্তরিত হতে গিয়ে নিজের নাম পরিবর্তনের সময় পিতা-মাতার নামও পরিবর্তন করেন। পিতা সাধন বিশ্বাসের বদলে মজমিল আলী ও মা সুষমা বিশ্বাসের পরিবর্তে আমিনা বেগম নাম দেন।
এরপর বেকার নওমুসলিম আরাফাত কম্পিউটার গ্রাফিক্স ডিজাইনারদের সহযোগিতায় নিজের ছবি সংযুক্ত করে নিজের ব্যবহারের জন্য এনএসআইর ফিল্ড কনস্টেবলের কার্ড তৈরি করে বিভিন্ন মানুষজনের সঙ্গে প্রতারণা করেন। একই কৌশলে সুনামগঞ্জ সদর উপজেলার প্রত্যন্ত গ্রাম গুদিগাঁওয়ে প্রতারণার ফাঁদে ফেলে একটি সুবিধাবঞ্চিত পরিবারের তরুণীকে বিয়ে করেন।
সুনামগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জাকির হোসাইন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই মামলায় পলাতক অপর দুই আসামিকে গ্রেফতার অভিযান চলমান রয়েছে।