সিলেট বিভাগে পদ গেলো বিএনপির দুই নেতার

কওমি কণ্ঠ ডেস্ক :

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিলেট বিভাগের মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মতিন বক্স ও হবিগঞ্জ জেলাধীন নবীগঞ্জ পৌর-বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য ছাবির আহমদ চৌধুরীর প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, “আপনার বিরুদ্ধে দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী অনৈতিক কার্যকলাপের অভিযোগ রয়েছে। সুতরাং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএনপির প্রাথমিক সদস্য পদসহ আপনার দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।”

একই অভিযোগে নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরীরও প্রাথমিক সদস্য পদসহ সকল দলীয় পদ স্থগিত করা হয়।

এ চিঠির অনুলিপি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন, মিফতা সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এবং হবিগঞ্জ জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ককে পাঠানো হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেন, বিএনপি একটি বিশাল ও সুশৃঙ্খল দল। এখানে যদি কেউ দলের দায়িত্বে থেকে দলকে জনগণের সামনে কলুষিত করার চেষ্টা করে, তাহলে কোনো ব্যক্তির অপরাধের দায় দল বহন করবে না।

তিনি আরও বলেন, ব্যক্তি যতই শক্তিশালী হোক না কেন, তার কোনো অপরাধের দায় দলকে দেওয়া যাবে না। সেজন্য যারা সীমা লঙ্ঘন করবে, দলের জন্য হুমকি হবে, তাদের বিরুদ্ধে দল এভাবেই ব্যবস্থা নিচ্ছে।