- সিলেটে প্রতারককে ধরলো র্যাব
কওমি কণ্ঠ রিপোর্টার :
পর্তুগালে পাঠানোর নামে জাল ভিসা দিয়ে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে সিলেটে একজনকে ধরেছে র্যাব-৯।
শুক্রবার (৮ আগস্ট) বেলা সোয়া ২ টার দিকে দক্ষিণ সুরমা কুচাই এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আজহার আহমদ (৪২) কুচাই পশ্চিমপাড়ার জুনেদ আহমদের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
র্যাব জানায়- ২০২৩ সালের ৩০ জানুয়ারি তামিম নামের প্রধান অভিযুক্ত ব্যক্তি পর্তুগালে রেস্টুরেন্ট ব্যবসার কথা বলে শ্রমিক নিয়োগের প্রলোভনে এই টাকা সংগ্রহ করে। পরে তারা ভুক্তভোগী ১৮ জনকে দিল্লিতে নিয়ে গিয়ে ভিসার প্রক্রিয়ার নামে প্রতারণা করে। ২০২৪ সালের ২০ মার্চ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনে ধরা পড়লে জাল ভিসার বিষয়টি প্রকাশ পায়।
ভুক্তভোগীদের প্রতারণার শিকার হওয়ার পর টাকা ফেরত চাইলে অভিযুক্তরা হত্যার হুমকি দেয়। এ ঘটনার পর বাদী এসএমপি’র দক্ষিণ সুরমা থানায় মানব পাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন (এফআইআর নং-১৭, তারিখ ২৮/০৪/২০২৫)।
র্যাব-৯ মামলাটিকে গুরুত্ব দিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা বাড়ায়। এরই ধারাবাহিকতায় শুক্রবার দক্ষিণ সুরমা থানাধীন কুচাই জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে আসামি আজহার আহমদকে গ্রেফতার করা হয়।
পরে তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।