কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট ও সুনামগঞ্জের কয়েকটি সীমান্ত এলাকায় সেনাবাহিনীর সহযোগিতায় বড় অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ৬ কোটি টাকার চোরাই পশু ও পণ্য জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সিলেটের আখালিয়াস্থ বিজিবি ৪৮ ব্যাটালিয়নের সদর কার্যালয়ে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
প্রেস ব্রিফিংকালে জানানো হয়- বিজিবি ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী প্রতাপপুর, দমদমিয়া, শ্রীপুর, বিছনাকান্দি ও সোনালীচেলা বিওপি’র টহল দল বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ও শুক্রবার ভোরে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ক্রিম, সানগ্লাস ও গরু এবং সীমান্তের এপারে অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করে।
এছাড়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সিলেটের গোয়াইনঘাট ও ফতেহপুর এলাকার মাঝামাঝি সারি নদীর পার্শ্বে একটি পরিত্যাক্ত গোডাউনে অভিযান পরিচালনা করে সেনাবাহিনীর সহায়তায় বিপুল পরিমাণ ভারতীয় বিভন্ন ধরনের ক্রিম ও জিলেট ব্লেড জব্দ করে।
জব্দকৃত সব পশু ও পণ্যের দাম ৬ কোটি টাকা।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন- উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে।