কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচিতে পালিত হচ্ছে ‘জুলাই শহীদ দিবস’।
বুধবার (১৬ জুলাই) বেলা ১১টায় ক্যাম্পাসে র্যালি অনুষ্ঠিত হয়। পরে আয়োজন করা হয় জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ জুলাই আন্দোলনের অনেক আহত যোদ্ধা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির ভিসি ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী। এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শাবিপ্রবির প্রো ভিসি ড. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ ড. ইসমাইল হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা।
এ সময় বক্তারা জুলাই আন্দোলনে নিহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র সেনের স্মৃতিচারণ করেন।
বক্তারা বলেন- জুলাই আন্দোলন ছিল ছাত্র জনতার আন্দোলন। প্রথমে এটি কোটাবিরোধী আন্দোলন হলেও পরে তা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রূপ নেয়। তখন সেখানে সর্বস্তরের মানুষ অংশ নেয়। তবে জুলাই আন্দোলনের যে স্বপ্ন ছিল, তা এখনো বাস্তবায়ন হয়নি। বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন এখনো ধরাছোঁয়ার বাইরে। অথচ ছাত্ররা প্রাণ দিয়েছিল একটি নতুন বাংলাদেশের জন্য। অনিয়ম-দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সবার মধ্যে জুলাইয়ের অনুপ্রেরণা ছড়িয়ে দেয়ার আহ্বান জানান বক্তারা।
এ সময় শহীদ রুদ্র সেনের নামে লেকের নামকরণের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।