কওমি কণ্ঠ রিপোর্টার, মৌলভীবাজার :
মৌলভীবাজারের রাজনগরে বিদ্যুতের তারে জড়িয়ে চা শ্রমিক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) ভোররাতে টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগানের ১নং লাইনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মাথিউড়া চা বাগানের ১নং লাইনের বাসিন্দা পুর্নমালী রবি দাশের ছেলে সুমন রবি দাস (১৫) ডেকোরেটার্সে প্যান্ডেলের কাজ করতে গিয়ে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে প্রাণ হারায়। মঙ্গলবার ভোর রাতে সাজানো প্যান্ডেলের কাপড় ঠিক করতে গিয়ে সুমন বিদ্যুতের তারে জড়িয়ে যায় ও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওই বাগানের বাসিন্দা সুশীল নাইডু জানান, বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তাই প্যান্ডেল সাজানো হচ্ছিল। অসর্তক অবস্থায় সুমন বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন খান।