সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ-ইকোপার্ক সড়ক সংস্কার শুরু

কওমি কণ্ঠ ডেস্ক :

সিলেট মহানগরের টিলাগড়স্থ শাহ মাদানী ঈদগাহ হতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে ইকোপার্ক পর্যন্ত রাস্তার আরসিসি ঢালাই ও ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী। 

এ সময় খান মো. রেজা-উন-নবী বলেন- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, টিলাগড় ইকোপার্ক, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, যুব প্রশিক্ষণ কেন্দ্র ও দুগ্ধ খামারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চলাচলের এই রাস্তাটি সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়েছিলো। দীর্ঘদিন ধরে শিক্ষক-শিক্ষার্থীসহ এই এলাকার লোকজন রাস্তাটি দিয়ে যাতায়াতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তাই পথচারী ও জনসাধারণের স্বার্থে শাহ মাদানী ঈদগাহ থেকে সিকৃবি হয়ে ইকোপার্ক পর্যন্ত রাস্তাটি আরসিসি ঢালাইয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ ভিত্তিপ্রস্তর উন্মোচন করা হলো। খুব দ্রুতই এই কাজ সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী। রাস্তাটি নির্মাণ হলে শিক্ষক-শিক্ষার্থী, পর্যটকসহ স্থানীয় বাসিন্দাদের কষ্ট লাঘব হবে ইনশাআল্লাহ।

সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, আমরা জানি সিলেট একটি পর্যটন নগরী। পাশাপাশি সিলেট শিক্ষানগরীও। এই সড়কের পাশ্ববর্তী অনেকগুলো শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। আমরা সবার সুবিধার বিষয়টি চিন্তা করে সড়কটির উন্নয়নের উদ্যোগ নিয়েছি। এই সড়ক নিয়ে আমাদের আরও পরিকল্পনা আছে। বর্তমানে সড়কটি ১২ থেকে ১৫ ফুট পর্যন্ত প্রশস্ত আছে। সড়কটি ২৪ ফুটে উন্নীত হবে। সড়কের দুই পাশে ৬ ফুট করে ফুটপাত থাকবে। সড়কটিতে লাইটিং, ট্রি-প্লান্টেশসহ বিউটিফিকেশনের কাজ হবে। আশা করি জায়গাটি নগরবাসীর নিশ্বাস ফেলার একটি উপযুক্ত জায়গা হিসেবে ব্যবহৃত হবে।   

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে আরও উপস্থিত ছিলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম, সিলেট সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এটিএম মাহবুব-ই-এলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. সামিউল আহসান তালুকদার, সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, সহকারী প্রকৌশলী রাজ উদ্দিন, অংশুমান ভট্টাচার্য প্রমুখ। 

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মহানগরের ইসলামপুর মেজরটিলাস্থ টেক্সটাইল রোডে নির্মাণাধীন আরসিসি ঢালাই রাস্তা এবং খাদিমপাড়াস্থ সিসিকের আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক ও কর্মকর্তাবৃন্দ।