গণপদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবরে স্মারকলিপি

২০২৪। বছরটি বাংলাদেশের ইতিহাসে থাকবে চিরভাস্বর হয়ে। চব্বিশের জুলাই ছিলো- দেশের ইতিহাসের জঘন্যতম বর্বর জালিম শাসকের বেপরোয়া মসনদ কাঁপিয়ে দেওয়ার মাস। প্রতীকি অর্থে এ মাসকে ধরা হয় ৩৬ দিনের। কারণ- জুলাইজুড়ে তরতাজা হাজারো প্রাণ বিসর্জন দেওয়া আন্দোলন-অভ্যুত্থানের জন্যই পরবর্তী (আগস্ট) মাসের ৫ তারিখ পতন হয় দীর্ঘ ১৫ বছরের ফ্যসিবাদি আওয়ামী লীগ সরকারের। টানা ৩৬ দিনের বিপ্লবের ফলেই প্রায় দেড় যুগ খুনের নেশায় মত্ত থাকা শেখ হাসিনা পালাতে বাধ্য হন, একই সঙ্গে ওইদিন দেশ ছাড়েন তার সন্ত্রাসী দলের খুনি, অর্থ পাচারকারী ও লুটপাটকারী নেতাকর্মীরা। ৬ আগস্ট ছাত্র-জনতার রক্তভেজা অন্ধকার তেপান্তর ফুঁড়ে দেশের আকাশে উদিত হয় নতুন স্বাধীনতার লাল সূর্য। সেই উত্তাল জুলাই-আগস্টের দিনগুলোতে কেমন ছিলো সিলেট- এ নিয়ে কওমি কণ্ঠে প্রতিদিন থাকছে বিশেষ প্রতিবেদন।

কওমি কণ্ঠ রিপোর্টার :

কোটাবিরোধী আন্দোলন চলমান অবস্থায় চব্বিশের ১৪ জুলাই ছাত্র-জনতার দাবি আদায়ের লক্ষ্যে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেনে সিলেটে আন্দোলনরত শিক্ষার্থীরা। 

ওই দিন বেলা ২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে তৎক্ষালীন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করেন তারা।

এর আগে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ওই দিন বেলা ১১টার দিকে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে গণপদযাত্রা শুরু করেন ছাত্র-জনতা। পথে তাদের সঙ্গে যোগ দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও এমসি কলেজসহ আরও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

স্মারকলিপি প্রদানকালে আন্দোলনরত শিক্ষার্থীর বলেন- সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরির সকল গ্রেডে শুধুমাত্র পিছিয়ে পড়া/অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম (সর্বোচ্চ ৫ শতাংশ) আইন পাস করতে হবে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন কালে যে মামলা করা হয়েছে তা তুলে নিতে হবে।